বিএনপির পর আওয়ামী লীগের সমাবেশের দিন পাল্টে শুক্রবার


admin প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৩, ৬:০৬ অপরাহ্ন / ২৫
বিএনপির পর আওয়ামী লীগের সমাবেশের দিন পাল্টে শুক্রবার

।। মহাকাল নিউজ ডেস্ক ।।

বিএনপির পর এবার আওয়ামী লীগও তাদের সমাবেশের দিন পিছিয়েছে। ২৮ জুলাই শুক্রবার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এই যৌথ শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে।

২৬ জুলাই বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি বলেছেন, শুক্রবার পুরনো বাণিজ্যমেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে সরকার পতনের এক দফা আন্দোলনের মহাসমাবেশের দিন-ক্ষণে পরিবর্তন আনে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলো। আগামী ২৮ জুলাই শুক্রবার নয়াপল্টনে এই বহুল আলোচিত মহাসমাবেশ আয়োজন হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলন করে দিন পরিবর্তনের এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন এ সিদ্ধান্তের কথা ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে মৌখিকভাবে জানানো হয়েছে।