।। মহাকাল নিউজ ডেস্ক ।।
সংঘাতকালে নারীদের প্রায়ই চড়া মূল্য দিতে হয়। ভারতের মণিপুর রাজ্যে দুই নারীর ওপর ভয়াবহ যৌন সহিংসতার ভিডিও চিত্র প্রকাশ্যে আসার পর বিষয়টি আবার আলোচনায়।
জাতিগত সহিংসতায় উত্তপ্ত মণিপুরে প্রায় তিন মাস আগে যৌন সহিংসতার ঘটনাটি ঘটে। তবে ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসার পর তা ভাইরাল হয়।
ভিডিওতে দুই তরুণীকে বিবস্ত্র করে রাস্তা দিয়ে হাঁটিয়ে একটি মাঠে নিয়ে যেতে দেখা যায় একদল উত্তেজিত জনতাকে।
থানা-পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, দুই তরুণীর মধ্যে একজন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন। এ ছাড়া আরও এক নারীকে জোর করে বিবস্ত্র করা হয়েছিল। তবে ভিডিওতে তাঁকে দেখা যায়নি।
আপনার মতামত লিখুন :