তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী ও মেয়রের নেতৃত্বে আনন্দ মিছিল


admin প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ন /
তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী ও মেয়রের নেতৃত্বে আনন্দ মিছিল

।। সাইদুর রহমান সাঈদ, বরিশাল ।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশাল আওয়ামী লীগ নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে। তফশিল ঘোষণার পরপরই বুধবার রাতে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করা হয়।

নির্বাচনি তফশিলকে স্বাগত জানিয়ে বরিশালে সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর নেতৃত্বে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত অধিকাংশ কাউন্সিলরবৃন্দ ও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা। আনন্দ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।