।। নিজস্ব প্রতিবেদক ।।
বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন মিজানুর রহমান মিজান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে শামসুল আলম চুন্নু পদত্যাগ করার পর ওই ভারপ্রাপ্ত পদে স্থলাভিসিক্ত করা হয় মিজানকে। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।
সূত্রানুযায়ি, ২৮ নভেম্বর শাসুল আলম চুন্নু’ পদত্যাগ করার পর ওই দিনই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো একটি স্মারকের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান (মিজান)। তিনি বিষয়টি নিশ্চিত করে দায়িত্ব পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :