।। মহাকাল নিউজ ডেস্ক ।।
নারায়গঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলি ও কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম লিটুর পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
এ সময় হামলাকারীরাদের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাঞ্চন বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলির সঙ্গে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম লিটুর বিরোধ চলছে।
প্রায়ই দুই পক্ষের লোকজনের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নৌকার পক্ষে প্রচার-প্রচারণায় দুই পক্ষই মাঠে রয়েছে। দুই পক্ষই পেশি শক্তি দেখাতে এবং অপর পক্ষের লোকজনকে নিজের পক্ষে আনতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।
দুই পক্ষই সংঘর্ষের প্রস্তুতি নেয়। এদিন সন্ধ্যা ৭টার দিকে আব্দুর রহিম লিটুর লোকজন রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে গোলাম রসুল কলির ভাই নূর হোসেনের মুসলিম সুইটস অ্যান্ড হোটেলে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যান। এক পর্যায়ে গোলাম রসুল কলির লোকজন গিয়ে প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আহতদের স্থানীয় ও রাজধানীল বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ভোলাবো তদন্তকেন্দ্রের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী নুর হোসেন বলেন, কোনো কারণ ছাড়াই অহেতুক আব্দুর রহিম লিটুর সন্ত্রাসী বাহিনী আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।’
অন্যদিকে লিটুর পক্ষের লোকজন দাবি করে, তাদের ওপর প্রথম হামলা করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দীপঙ্কর সাহা জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
আপনার মতামত লিখুন :