।। নিজস্ব প্রতিবেদক ।।
সরগরম হয়ে উঠছে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নির্বাচনী মাঠ। আজ বেলা ২টা থেকেই ১৪টি ইউনিয়ন থেকে এসে উপজেলা সদরের আওয়ামী লীগের কার্যালয় এবং প্রাঙ্গনে জরো হতে শুরু করে অনুগত নেতাকর্মি ও সমর্থকরা। সন্ধ্যা ৬টার দিকে লোকেলোকারণ্য হয়ে পড়ে উপজেলার বাসস্ট্যান্ড থেকে শুরু করে পুরো সদররোড এলাকা। বন্দর এলাকাও ছিলো লোকজনে টইটুম্বুর।এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে মিছিলে মিছিলে প্রকম্পিত হতে শুরু করে উপজেলার পথঘাট। অপরদিকে চটকদার স্লোগানের মাইকিংয়ে উপজেলাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবমুখরতা, সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
সরগরম হয়ে উঠছে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নির্বাচনী মাঠ। আজ বেলা ২টা থেকেই ১৪টি ইউনিয়ন থেকে এসে উপজেলা সদরের আওয়ামী লীগের কার্যালয় এবং প্রাঙ্গনে জরো হতে শুরু করে অনুগত নেতাকর্মি ও সমর্থকরা। সন্ধ্যা ৬টার দিকে লোকেলোকারণ্য হয়ে পড়ে উপজেলার বাসস্ট্যান্ড থেকে শুরু করে পুরো সদররোড এলাকা। বন্দর এলাকাও ছিলো লোকজনে টইটুম্বুর।এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে মিছিলে মিছিলে প্রকম্পিত হতে শুরু করে উপজেলার পথঘাট। অপরদিকে চটকদার স্লোগানের মাইকিংয়ে উপজেলাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবমুখরতা, সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ শামসুল আলম চুন্নুর ট্রাক মার্কার সমর্থনে রাজপথ কাঁপানো এই মিছিলের অগ্রভাগে ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মি। উপজেলা সদর এবং ১৪টি ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মি-সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মিছিলে অংশ নেন।