বাকেরগঞ্জে কুলাই পূজা উদযাপিত ।। উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন মহলের শুভেচ্ছা


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ১২:০৬ অপরাহ্ন /
বাকেরগঞ্জে কুলাই পূজা উদযাপিত ।। উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন মহলের শুভেচ্ছা

।।বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক।।
বরিশাল বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জের ফলাঘর গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সার্বজনীন পৌষপার্বণ সক্রান্তী ও কুলাই পূজা উদযাপিত হয়েছে।

গতকাল ১৫ জানুয়ারি সোমবার ফলাঘর বেচারাম দাসের বাড়ি ও ঢালী বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায় ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ পূজা অনুষ্ঠানে অংশ নেন।

পূজা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মিজানুর রহমান (মিজান), রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মো. বশির উদ্দিন অনুদান প্রদান করেন।

বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ছাড়াও যুবলীগ নেতা শিশির চাকলাদার, মেধাবী সংগঠক তাপস কুমার দত্ত পূজা অনুষ্ঠানে সহায়তা করেন।

এছাড়া উপজেলা এবং রঙ্গশ্রী ইউনিয়ন ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেছেন বলে জানা গেছে।

অপরদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান (মিজান) পূজা উদযাপন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেছেন।