দীর্ঘ বঞ্চনার শিকার বাকেরগঞ্জবাসীর স্বপ্নজয় শুরু; অবশেষে মাঠে নেমেছেন হাফিজ মল্লিক
।। নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ।।
দীর্ঘ বঞ্চনার শিকার বাকেরগঞ্জবাসীর স্বপ্নজয় শুরু হয়েছে। অবশেষে মাঠে নেমেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক। তিনি সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য।
১৭ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটরিয়ামের হল রুমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এ মতবিনিময় চলাকালে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি তাৎক্ষণিক কয়েকটি ভূমিকা রেখে উপস্থিত সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।
উপস্থিতিত সকলের কাছে মনে হয়েছে- ‘‘বিষয়গুলো বাকেরগঞ্জের প্রেক্ষাপটে স্বপ্নের মতো! একথায় দীর্ঘ বঞ্চনার পর হাফিজ মল্লিক কে নিয়ে দেখা বাকেরগঞ্জবাসীর স্বপ্নের চেয়েও যেনো বেশি কিছু পূরণ হতে শুরু করেছে!
মতবিনিময় সভা চলাকালেই অনতিবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালককে মোবাইল ফোনে নির্দেশ দেন তিনি। এছাড়া তিনি উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য প্রধান প্রকৌশলীকে মোবাইল ফোনে নির্দেশ দেন।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিকতা, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময়কালে সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে বাকেরগঞ্জবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। যে আশা নিয়ে তারা আমাকে রায় দিয়েছেন, জীবন দিয়ে হলেও সেই আশা পূরণ করবো। তিনি অবিচল অঙ্গীকার করে বলেন- ‘‘অনুন্নত বাকেরগঞ্জকে উন্নয়নের রোল মডেলে পৌঁছে দেবোই।’’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের জীবন যাত্রার অন্যতম মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জনগণের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। যথাসম্ভব রোগীদের বরিশাল কিংবা অন্য কোথাও পাঠাতে না হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেন।