বাকেরগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবক আহত, থানায় মামলা
।। নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ।।
বরিশাল বাকেরগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল ২৮ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এতে পিন্টু হাওলাদার (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়। তিনি উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত হাবিব হাওলাদারের পুত্র।
এ বিষয়ে ঘটনার দিন রাতেই দুজনকে আসামী করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী পিন্টু হাওলাদার এজাহারে উল্লেখ করেছেন- ”জমি সক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হত্যার উদ্দেশ্য হামলা চালানো হয় বলে তিনি দাবী করেন।
সূত্রমতে, ঘটনার দিন ইফতারির পরপরই আগে থেকে ওৎ পেতে থাকা স্থানীয় সন্ত্রাসী মৃত বজলু হাওলাদারের পুত্র মাহাবুব হাওলাদার এবং তার ”সেকেণ্ড ইন কমাণ্ড” ভাড়াটে সন্ত্রাসী সজীব সহ ৪/৫জন তাকে লক্ষ্য করে এলোপাতারী কুপিয়ে কুপিয়ে পিন্টু কে মাটিতে ফেলে রাখা হয়।।
পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে স্থানীয়রা গুরুতর আহত পিন্টু কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানিয়েছে, শঙ্কামুক্ত হলেও তার অবস্থা গুরুতর।
সূত্র জানায়, হামলায় অংশ নেয়া সজীব পুলিশের তালিকাভুক্ত পেশাদার ছিনতাইকারী। এছাড়া সে চুক্তিতে খুন সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকেন।
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন।