।।স্টাফ রিপোর্টার।।
দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিনোদন নিয়ে নিজস্ব ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ruposhi tv নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু করেছে। www.ruposhi.tv ওয়েবসাইটে ভিডিও শেয়ার এবং www.ruposhitv.com চলমান ঘটনা ও আর্টিকেল প্রচার করছে তারা। রূপসী মিডিয়ার পরিচালক এস এম পলাশ জানান, আমরা দীর্ঘ ৭ বছরে দেশ বিদেশের কোটি দর্শক পাঠকের চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরী ও পাবলিশ করে থাকি। আগামীতে আমাদের প্লাটফর্ম আরো প্রসারিত হবে।
আপনার মতামত লিখুন :