নতুন আঙ্গিকে সাজানো হয়েছে রুপসী টিভি ডিজিটাল প্লাটফর্ম


admin প্রকাশের সময় : জুন ২৯, ২০২৪, ২:৪৬ অপরাহ্ন /
নতুন আঙ্গিকে সাজানো হয়েছে রুপসী টিভি ডিজিটাল প্লাটফর্ম

।।স্টাফ রিপোর্টার।।

দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিনোদন নিয়ে নিজস্ব ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ruposhi tv নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু করেছে। www.ruposhi.tv ওয়েবসাইটে ভিডিও শেয়ার এবং www.ruposhitv.com চলমান ঘটনা ও আর্টিকেল প্রচার করছে তারা। রূপসী মিডিয়ার পরিচালক এস এম পলাশ জানান, আমরা দীর্ঘ ৭ বছরে দেশ বিদেশের কোটি দর্শক পাঠকের চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরী ও পাবলিশ করে থাকি। আগামীতে আমাদের প্লাটফর্ম আরো প্রসারিত হবে।