।।স্টাফ রিপোর্টার, বাকেরগঞ্জ।।
বরিশাল বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের পুইয়াউটা থেকে চৈতা বাজার পর্যন্ত অধ্যক্ষ ইউনুস খান সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা।
গতকাল ২১ আগস্ট বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় ভুক্তভোগী শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দরা অসহনীয় দীর্ঘ ভোগান্তির কথা উল্লেখ করে খানাখন্দে ভরা ব্যবহার অনুপযোগী এই সড়ক মেরামতের জন্য নিজেদের উদ্যোগের কথা জানান।
এসময় পুইয়াউটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদ হোসেন, অর্ধশত ভুক্তভোগী শিক্ষার্থী, উপজেলা যুবদল নেতা মোশারেফ শিকদার, পাদ্রীশিবপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক নাসির সিকদার, জুয়েল মুন্সি, সোহাগ খন্দকার, মাহবুব আলম মুন্সি, বাচ্চু মুন্সি, সহিদ খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রয়াত শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের নির্মিত এই সড়ক দিয়ে প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করে। কমপক্ষে ৫টি গ্রামের মানুষের সহজ যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়কটি যোগ্য নেতৃত্বের অভাবে মেরামত করা হয়নি। একারণে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুল, মাদরাসার শিক্ষার্থী, গর্ভবর্তী নারী এবং সাধারণ রোগীরা। ভেঙেচুড়ে প্রায় মাটির সাথে বিলীন হয়ে যাওয়া এই সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা।
সংশ্লিষ্ট সূত্র এবং স্থানীয়দের দাবী অনুযায়ি, এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটার কারণে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুইয়াউটা মাধ্যমিক বিদ্যালয়, বড় পুইয়াউটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে।
এছাড়া সড়কটি যানবাহন চলাচলের জন্য অনুপযোগী হয়ে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড সহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন-যাপন।
আপনার মতামত লিখুন :