।।স্টাফ রিপোর্টার, বাকেরগঞ্জ।।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার ও সাবেক সংসদ সদস্য নাসরিন জাহান রতনা’র বাকেরগঞ্জের সাহেবগঞ্জস্থ পল্লীভবনে হামলা ভাংচুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, সাবেক এমপি আবুল হোসেন খান, ওসি আফজাল হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান বলেন, ঘটনার সাথে বিএনপি’র কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার কথা । এছাড়া জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার তিনি।
আবুল হোসেন খান বলেন, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বসী নই। আমাকে বিতর্কীত করতে যারা এ ধরণের নাশকতার প্রশ্রয় বিএনপি কোনোদিন দেয়নি এবং প্রশ্রয় দেয়াও হবে না।
তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ও ক্ষােভ প্রকাশ করেন।
উল্লেখ্য, আজ ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার ও সাবেক সংসদ সদস্য নাসরিন জাহান রতনা’র বাকেরগঞ্জের সাহেবগঞ্জস্থ বাড়ি পল্লীভবনে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।
আপনার মতামত লিখুন :