।।মোঃ বাদল হোসেন, পটুয়াখালী।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন। এতে উল্লেখ করা হয়- ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের স্বররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী থাকাকালীন এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী ব্যাপক উন্নয়ন করেছেন। এসব উন্নয়ন কাজের নামফলক ভেঙ্গে ফেলেছে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আওয়ামী সন্ত্রাসীরা। ভেঙ্গে ফেলা সকল নামফলক পুনরায় স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর অনুরোধ করা হয়।
এছাড়া সংবাদ সম্মেলনে দাবি করা হয়- ‘ছাত্রজনতার গণঅদ্ভুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিষ্ট হাসিনা সরকারের সন্ত্রাসীরা পুরো উপজেলাজুড়ে তাণ্ডব চালিয়ে ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি’র দলীয় কার্যালয় কয়েক’শ কার্যালয় ভাংচুর করে জ্বালিয়ে দেয়া হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিদের ওপর হামলা, মামলা এবং তাদেও বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর করে জ্বালিয়ে দেয়া হয়।’ উল্লেখিত সকল ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যথাযথ শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়-‘বিএনপি’র রাজনীতির সাথে জড়িত কিছু অসাধু ব্যক্তি মোটা অংকের টাকা লেনদেনের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আওয়ামী সন্ত্রাসীদের পুুনর্বাসন করছে। এধরণের অসাধু ফন্দিবাজরা বিএনপি’র নাম ব্যবহার করে যাতে কোনো অপকর্ম করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মিদের সতর্ক থাকার জন্য আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ‘উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা বিএনপি’র সাবেক আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস্, সদস্য সচিব গাজী আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ মোখলেসুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি।