পটুয়াখালী জেলা কৃষক দলের আহবায়ক টিটুর বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হতে সংবাদ সম্মেলন


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৪, ৬:১১ অপরাহ্ন /
পটুয়াখালী জেলা কৃষক দলের আহবায়ক টিটুর বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হতে সংবাদ সম্মেলন

।।মোঃ বাদল হোসেন, পটুয়াখালী।।
পটুয়াখালী জেলা কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান টিটুর বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র চলছে। স্থানীয় ষড়যন্ত্রকারী একটি চক্র তার ব্যক্তিগত এবং রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরণের অপপ্রচার চালাচ্ছে বলে জানা গেছে।

অসৎ উদ্দেশ্যে চালানো কাল্পনিক, বানোয়াট গল্পকাহিনী প্রচারে সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয়, সে লক্ষ্যে ৯ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পটুয়াখালী জেলা কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান টিটু।

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান টিটু বলেন, আমাকে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি দাবি করেন, যে ধরণের অপপ্রচার চালানো হচ্ছে- তা দুরভিসন্ধিমূলক। আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে পক্ষান্তরে কৃষক দল তথা বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগের দোসররা।

এসময় উপস্থিত ছিলেন- ‘ মনিরুজ্জামান টিটুর সহধর্মিনী শিরিন আক্তার, পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব তারিকুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আবদুস সালাম মিয়া, পটুয়াখালী পৌর কৃষক দলের আহবায়ক শাহাবুদ্দিন হাওলাদার, সদস্য সচিব রুহুল আমিন সহ কৃষক দলের জেলা এবং পৌর কৃষক দলের নেতাকর্মি ও সমর্থকবৃন্দ।