পটুয়াখালী জেলা কৃষক দলের আহবায়ক টিটু’র বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ন /
পটুয়াখালী জেলা কৃষক দলের আহবায়ক টিটু’র বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

।।মোঃ বাদল হোসেন, পটুয়াখালী।।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোঃ মনিরুজ্জামান টিটুর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র এবং অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা সড়কে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মি সহ প্রায় সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহনকারীদের হাতে ছিলো বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড। এতে লেখা ছিলো- ‘পটুয়াখালী জেলা কৃষক দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান টিটুর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচারকারীদের হোতা লতিফ হাওলাদার, আশ্রাফুল, মাসুম মৃধা, বশির সিকদার গং এবং জাকির প্যাদার বিচার চাই।

এসময় বক্তব্য রাখেন- ‘মোঃ রুবেল মৃধা, হাবিবুর রহমান, শিরিন আক্তার, সেলিনা বেগম, রাবেয়া বেগম প্রমুখ।

বক্তারা বলেন- ‘পটুয়াখালী জেলা কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান টিটুর বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র চলছে। স্থানীয় ষড়যন্ত্রকারীরা তার ব্যক্তিগত এবং রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরণের অপপ্রচার চালাচ্ছে।

  • তারা আরও বলেন- ‘মনিরুজ্জামান টিটু কে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রীমহল অপপ্রচার চালাচ্ছেন। বক্তারা দাবি করেন, যে ধরণের অপপ্রচার চালানো হচ্ছে- তা দুরভিসন্ধিমূলক। অপপ্রচার চালিয়ে পক্ষান্তরে কৃষক দল তথা বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগের দোসররা

মানববন্ধন শেষে স্থানীয় নারী-পুরুষ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মি সহ প্রায় সকল শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল থেকেও ‘পটুয়াখালী জেলা কৃষক দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান টিটুর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এর আগে একই কারণে ৯ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পটুয়াখালী জেলা কৃষক দলের আহবায়ক মনিরুজ্জামান টিটু।

এসময় উপস্থিত ছিলেন- ‘ মনিরুজ্জামান টিটুর সহধর্মিনী শিরিন আক্তার, পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব তারিকুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আবদুস সালাম মিয়া, পটুয়াখালী পৌর কৃষক দলের আহবায়ক শাহাবুদ্দিন হাওলাদার, সদস্য সচিব রুহুল আমিন সহ কৃষক দলের জেলা এবং পৌর কৃষক দলের নেতাকর্মি ও সমর্থকবৃন্দ।