ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান


admin প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন /
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান

।।আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে ইরান তাদের দেশের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করে বলেছে, ইরানের সামরিক বাহিনী ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নাগরিকদের এক সতর্কবার্তায় বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একটি সুরক্ষিত স্থানে থাকার জন্য নাগরিকদের অনুরোধ করা হচ্ছে। যে বিস্ফোরণ তারা শুনতে পাচ্ছেন, তা আটকে দেওয়া বা পড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র থেকে আসছে।