।।।অনলাইন ডেস্ক।।
পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম | ছবি- বণিক বার্তা
পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত জানতে চাইলে আইজিপি বলেন, এখনই এই সংখ্যা বলা যাচ্ছে না। তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে। গণহত্যায় জড়িত না অনেক নিরীহ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে।
জুলাই বিপ্লবের পর অনেকে মিথ্যা মামলা করেছেন। তবে এসব ক্ষেত্রে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, গণহত্যায় জড়িত না এমন কাউকে গ্রেফতার করা হবে না। তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে না।
পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত জানতে চাইলে আইজিপি বলেন, এখনই এই সংখ্যা বলা যাচ্ছে না। তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে। গণহত্যায় জড়িত না অনেক নিরীহ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে।
আইজিপি বাহারুল আলম বিপিএম মহোদয়ের প্রেস কনফারেন্সে উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ হলেন– অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. আলমগীর আলম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআর) আবু নাছের মোহাম্মদ খালেদ, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান।
আপনার মতামত লিখুন :