।।নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ।।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিল ও মামলা থেকে অব্যাহতি পাওয়ায় বাকেরগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিকেল ৪ টায় আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান মোল্লার সভাপতিত্বে আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন।
সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপি নেতা বাদল মল্লিক, সালাম সিকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কাল্পনিক সাজাপ্রদান এবং তাকে রাজনৈতিক নির্বাচনে পাঠিয়েছিল। জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় আদালত তার সাজা বাতিল করে তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। অচিরেই তারেক রহমান বীরের বেশে এদেশে ফিরবেন বলেও বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :