আদালতে মামলা করে নিরাপত্তাহীনতায় পটুয়াখালীর একটি পরিবার


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৪, ৮:৫৩ পূর্বাহ্ন /
আদালতে মামলা করে নিরাপত্তাহীনতায় পটুয়াখালীর একটি পরিবার

।।নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।
সন্ত্রাসী হামলার বিচার চেয়ে মামলা করার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের এক ভুক্তভোগী এবং তার পরিবারের সদস্যরা।
সূত্র জানায়- ‘২৬ নভেম্বর সকালে আব্দুল মন্নান লাহীর ছেলে রুহুল আমিন (৪০) এর সাথে একই এলাকার হালিম সিকদারের ছেলে সালাম সিকদার (৫৫) এর সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জেরে গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে রুহুল আমিন কে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত রুহুল আমিন কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় ২৭ নভেম্বর পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে রুহুল আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার নং ১৯২৫/২০২৪। সন্ত্রাসী হামলায় নেতৃত্বদানকারী সালাম সিকদার, মোঃ দেলোয়ার, সোহেল প্যাদা, জাহিদ, রাব্বি হাওলাদার, রাকিব সিকদার এবং সোহান প্যাদা সহ মোট ৭জন কে আসামি করা হয়।
এ মামলা দায়েরের পর আসামিরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। মামলা তুলে না নিলে রুহুল আমিন এবং তার পরিবারের অন্য সদস্যদের প্রাণ নাশ করা সহ বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিচ্ছে। এতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী রুহুল আমিন এবং তার পরিবারের সদস্যরা।