বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৪, ২:১২ অপরাহ্ন /
বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

।।অনলাইন ডেস্ক।।

মহান বিজয় বিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৫ ডিসেম্বর) শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল, রচনা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, ইয়াতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে খাবার গ্রহণ, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া।

এছাড়া মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড ডোনেশন প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর ও দেয়ালিকা প্রকাশ, শহীদী গান ও ভিডিও ডকুমেন্টারি প্রচার, জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং সোশ্যাল মিডিয়া প্রভৃতি প্ল্যাটফর্মে বিজয় দিবস সম্পর্কিত লেখালেখি করা বিষয়টিগুলো কর্মসূচিতে রয়েছে।

এই কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করার জন্য ছাত্রশিবিরের সব শাখার দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানানো হয়েছে।