অপহরণ এবং ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড।


admin প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৫, ২:০৩ অপরাহ্ন /
অপহরণ এবং ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড।

মো:জিয়াউদ্দিন বাবু।অপহরণ এবং ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জজ মোহ: রফিকুল ইসলাম ওই রায় প্রদান করেন। দন্ড প্রাপ্ত আসামি হচ্ছে বাকেরগঞ্জের কালি দিয়া গ্রামের মোঃ হানিফ ফকির। রায় ঘোষণার পরপর আসামি কে বরিশাল কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেন্স সহকারি আজিবর রহমান। তিনি জানান ২০১৮ সালের ৭মে বিকেলে বাদির কন্য নাছরিন অাকতারকে অপহরণ করে নিয়ে যায় । বাদির কন্য বাকেরগঞ্জের চরা মদ্দি গালস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। জোরপূর্বক অপহরেন পর আসামি হারুন মোল্লা একটি বাড়িতে নিয়ে ভয় ভীতি দেখিয়েবাদির কন্য কে জোর পূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা হানিফ ফকির বাদি হয়ে ২০১৮ সনের ১৩মে বাকেরগঞ্জ থানা অপহরণ এবং ধর্ষণ মামলা দায়ের করেন। ২০১৮ সনের ১৩ জুলাই বাকেরগঞ্জ থানা পুলিশ মামলার চার্জসিট প্রদান করেন। আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি কে ৭ ধারায়১৪ বছর কারাদণ্ড ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায় ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পরপর আসামিকে বরিশাল কারাগারে নিয়ে যাওয়া হয়।