।।এম এইচ কামাল মৃধা, বাকেরগঞ্জ।।
বরিশাল বাকেরগঞ্জে গত ২৫ জানুয়ারি ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী মহের বাজারে আগুনে পুড়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও পাঁচটি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে শতভাগ ক্ষতিগ্রস্ত হয় ব্যাবসায়ীগণ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, আলহাজ্ব মানিক হোসেন হাওলাদার, ইউনিয়ন পরিষদ সদস্য সিদ্দিকুর রহমান হাওলাদার ,০২ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল হাওলাদার,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন ও খোঁজ খবর নেন। এছাড়া প্রত্যেককে উপজেলা পরিষদের তহবিল থেকে হাজার টাকা করে সহায়তা এবং ২টি করে কম্বল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দিয়ে বলেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়াতে ।তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের জন্য আবেদন করবো, যাতে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এমন আকস্মিক বিপদে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান
আপনার মতামত লিখুন :