খুন! অভিযোগের তীর বাকেরগঞ্জের বাহাদুরপুরের স্বামীর দিকে


admin প্রকাশের সময় : মে ১২, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন /
খুন! অভিযোগের তীর বাকেরগঞ্জের বাহাদুরপুরের স্বামীর দিকে

।।জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ।।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে ।

গতকাল রবিবার (১১ মে) সন্ধ্যা ৮ টায় বাহাদুরপুর গ্রামে মাধব সরদারের বসত ঘরে তার স্ত্রী সাগরিকা (২৫) খুন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যার পরে পারিবারিক কলহে মাধব সরদার তার স্ত্রী সাগরিকাকে মারধর করে গলা টিপে হত্যা করেন । ঘটনার পর থেকে সাগরিকার স্বামী মাধবসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।

নিহত সাগরিকা (২৪) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের রমেশ হালদারের কন্যা। ২০১৬ সালে মাধব সরদারের সাথে সাগরিকা নীরব নামের র পারিবারিকভাবে বিবাহ হয়। এই দম্পতির ৬ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ‘ঘটনাস্থল থেকে আজ সকালে নিহত সাগরিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাগরিকার শ্বশুর বাড়ির পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।