।।স্টাফ রিপোর্টার, বাকেরগঞ্জ।।
বরিশাল বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসে দালালদের দৌরাত্ম বেড়েই চলছে। এই দপ্তরের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের ব্যক্তিস্বার্থ উদ্ধারে দালালদের পুষে রাখছেন বলে অভিযোগ উঠেছে। এক কথায় এই উপজেলা ভূমি অফিসটি দালাল-নির্ভর হয়ে পড়েছে। দালাল ছাড়া সেবাগ্রহীতাদের সকল ধরণের সেবা ফাইলবন্ধী হয়ে থাকার অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা রহস্যজনক উদাসীনতায় ডুবে আছে- এমন অভিযোগ সংশ্লিষ্ট ভুুক্তভোগীদের।
সুত্র জানায়, একটি সিন্ডিকেট তৈরি করে বেপরোয়া অনৈতিক কর্মকা-ে জড়িয়ে পড়ছে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। দালালদের মাধ্যমে নিয়ন্ত্রিত হ”েছ পুরো দপ্তরের কার্যক্রম। দালালদের মাধ্যমে সেবাগ্রহন না করলে লালফিতায় বন্ধী হয়ে পড়ে প্রয়োজনীয় কর্মকা-। ভুক্তভোগীদের দাবী- ‘‘বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসের দেওয়ালেও টাকা চায়, টাকা ছাড়া ফাইল চলে না।’’
এ বিষয়ে ভুক্তভোগীদের দাবী, বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস ‘‘দালালমুক্ত’’ না হলে সাধারণ মানুষের সেবাবঞ্চিত হওয়ার প্রবণতা থেকেই যাবে। একারণে সংশ্লিষ্ট ভূমি অফিসের সেবার মান নিশ্চিতের লক্ষ্যে যথাযথ ব্যব¯’া না নিলে মুখথুবরে পড়বে সকল প্রচেষ্টা। ব্যর্থ হয়ে পড়বে বৈষম্যবিরোধী সংস্কার কার্যক্রম।
আপনার মতামত লিখুন :