।।এসএম জুয়েল রানা, বাকেরগঞ্জ।।
ভূমির প্রকৃত মালিকানা নিশ্চিত করে নাগরিক দুর্ভোগ কমাতে সারাদেশের ন্যায় একযোগে বরিশালের বাকেরগঞ্জে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। এতে সরাসরি সেবা নিতে কেন্দ্রগুলেতে ভিড় করেন সাধারণ মানুষ। আর তথ্যপ্রযুক্তি নির্ভর এমন সেবা চালু হওয়ায় স্বস্তি সেবা প্রত্যাশীদের মাঝে।
এছাড়া ভূমি সেবা সপ্তাহে জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতন বাড়াতে রোববার (২৫ মে) শুরু হয়েছে তিন দিনের ভূমি মেলা।
এবারের ভূমি মেলার প্রতিপাদ্য ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’। মেলার স্টল থেকে নাগরিকদের ভূমি সংক্রান্ত সব সেবা প্রদান করা হবে।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ।
ফানুস উড়িয়ে, ফিতা কেটে ঝমকালো আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার,বরিশাল জেলা বিএনপি’র সদস্য ও বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহিন তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফিরোজ আলম প্রমুখ।
উদ্বোধন শেষে আলোচনাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ বলেন, বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমিসেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য স্বস্তিদায়ক। হয়রানি মুক্ত ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর। সে লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইনভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় (২৪/৭) সপ্তাহের সাত দিন দিনরাত চব্বিশ ঘণ্টাই কলসেন্টার ও নাগরিক ভূমিসেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ উন্মুক্ত রয়েছে।
আপনার মতামত লিখুন :